ভিউ জেএস কি?
ভিউ জেএস আসলেই কি জিনিস?
আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে যেমনঃ জেকুয়েরি, ভিউ জেএস, রিয়েক্ট জেএস, এঙ্গুলার জেএস, নোড জেএস ইত্যাদি।
এতোগুলো ফ্রেমওয়ার্ক থেকে কোনটা শিখবো? এমন প্রশ্ন লক্ষ কোটি জনতার। জাতি এমন প্রশ্নে দিশেহারা, বিভ্রান্ত।
জাতিকে সঠিক রাস্তা দেখাতে আমি হাজির আপনাদের মাঝে।
জাভাস্ক্রিপ্টকে বলা হয় ওয়েভ ডেভেলপমেন্টের প্রাণ, ওয়েভ ডেভেলপমেন্টের ভবিষ্যৎ। জাভাস্ক্রিপ্টকে ছাড়া ওয়েভ ডেভেলপমেন্টের কথা চিন্তাও করা যায় না।আচ্ছা দাদা, সে না হয় বুঝলাম কিন্তু এখন এতো এতো ফ্রেমওয়ার্ক কেনো আসলো? আসলে ডেভেলপাররা এটা ভাবে না যে কোন ফ্রেমওয়ার্ক আপনাকে কতগুলো ফিচার দিচ্ছে। ডেভেলপাররাএটা নিয়ে ভাবে যে ওই ফ্রেমওয়ার্কের আসল ফাংশনালিটি গুলো কি এবং সেই ফাংশনালিটিগুলো তার প্রজেক্টে কত ভালো ভাবে কাজে লাগছে। তাই তারা প্রজেক্ট এর ধরন অনুযায়ী এমন সব ফ্রেমওয়ার্ক ব্যাবহার করে যেন তার সময় এবং টাকা দুইটাই সেভ হয়।
ভিউ জেএস কেন শিখবোঃ
ভিউ জেএস অনেক সহজ, জনপ্রিয়। পারফর্মেন্স অনেক ভালো। সাইজ অনেক ছোট(~24KB). এর গ্রোথ ও জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। প্রথম কোন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক শেখার জন্য ভিউ জেএস সবার পছন্দের তালিকায় অনেক উপরের দিকে। অন্যান্য জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক থেকে ভিউ জেএস একটু আলাদা।
ভিউ জেএস কেন শিখবো এটা নিয়ে লিখতে গেলে অনেককিছু লিখতে হবে।কোরার একটা ভালো উত্তর আছে এই প্রশ্নেরঃ https://www.quora.com/Why-should-someone-learn-Vue-JS-over-Angular-or-React একটু দেখে নিলেই হবে। আসল কারণ গুলো বুঝা যাবে।
ভিউ জেএস এর কেমন জনপ্রিয়তাঃ
২০১৬ তে গিটহাবে ৭৬০০ স্টার ছিলো। ২০১৭ তে গিটহাবে ৩৬৭০০ স্টার ছিলো। আর এখন? জুন ২০১৮ তে প্রায়ঃ ১,০০,০০০+ স্টার। npm download প্রত্যেক দিন বেড়েই চলেছে, এখন প্রতি সপ্তাহে প্রায় ৩৫০০০০+ ডাউনলোড হচ্ছে। ভিউ জেএস এর গিটহাব স্টার প্রায় রিয়েক্ট জেএস এর গিটহাব স্টার এর সমান, যদিও রিয়েক্ট জেএস, ভিউ জেএস এর অনেক আগে জন্ম নিয়েছে। যদিও এই স্টার এর সংখ্যাটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তার থেকেও বড় কথা হচ্ছে ভিউ জেএস খুব কম সময়ে ডেভেলপারদের মনে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে। আর তার জন্যেই ভিউ জেএস এর জয়গান চারদিকে।
অনেক তো জানলাম ভিউ জেএস সম্পর্কে। তো চলেন শেখা শুরু করি।
বিঃদ্রঃ যারা জেএস ফ্রেমওয়ার্ক সম্পর্কে কম জানে এবং খুব সহজ ভাবে শিখতে চায় তাদের জন্যই মূলত এই ভিউ জেএস ফ্রেমওয়ার্ক। এটা ভালো করে শিখলে আপনার জেএস ফ্রেমওয়ার্ক সম্পর্কে ভালো আইডিয়া হবে এবং ভবিষ্যতে আপনি একটু কঠিন যেই জেএস ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো খুব সহজেই শিখতে পারবেন আশা করছি।
Last updated